India-Pak in Asia Cup 2022: একসঙ্গে সাত লাখ, খুলতেই ভেঙে পড়ল এশিয়া কাপে ভারত-পাক টিকিটের ওয়েবসাইট

Updated : Aug 17, 2022 20:25
|
Editorji News Desk

বারবার কি এই সুযোগ আসে! ভারত-পাকিস্তান দ্বৈরথের বয়স ৪০ বছর পেরোলেও উত্তেজনা এখনও একই রকম। আর এই বছরটা আরও স্মরণীয়। পরপর এশিয়া কাপ ও T20 বিশ্বকাপ। এক বছরে চারবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় ১৫ অগাস্ট রাত ১২টার পর থেকে। আরব আমিরশাহি ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে টিকিট বিক্রি শুরু হতেই  একসঙ্গে ৭ লক্ষ মানুষ ওয়েবসাইটে ঢোকেন। ওয়েবসাইট ক্র্যাশ করে যায়।

এশিয়া কাপের ভেনু নিয়ে একাধিক সমস্যা ছিল। প্রথমে শ্রীলঙ্কায় আয়োজনের কথা থাকলেও পরে রাজনৈতিক অস্থিরতার কারণে তা আরব আমিরশাহিতে পিছিয়ে দেওয়া হয়। এত দেরিতে টিকিট বিক্রি শুরু হওয়ায় ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। আরব আমিরশাহিতে অনেক পাকিস্তানি থাকেন। থাকেন, অনেক ভারতীয়ও। স্থানীয় মানুষও তাই এই ম্যাচ দেখতে যাবেন। এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দেয়, ১৫ অগাস্ট থেকে টিকিট বিক্রি শুরু হবে। নির্ধারিত সময় ওয়েবসাইটে ঢুকে টিকিট পাননি বলেও অভিযোগ ওঠে। অনেকে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন।   

আরও পড়ুন- Corona in ATKMB Squad: ডুরান্ডের আগেই করোনা আতঙ্ক সবুজ-মেরুন শিবিরে, আক্রান্ত ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল

দুবাইয়ের এক ভারতীয় বলেন, সংযুক্ত আরব আমিরশাহিতে এমন সুযোগ পাওয়া যায় না। কিন্তু ম্যানেজমেন্টের সমস্যায় বড় ম্যাচ দেখার সুযোগ হয় না। সুযোগ এলেও বিগড়ে যায়। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে মেল করেও অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছেন। দুবাইয়ের স্টেডিয়ামের টিকিট কাউন্টারেও বেশ কয়েকবার ঢুঁ মেরেও কিছু জানতে পারেননি বলে দাবি ওই প্রবাসী ভারতীয়র।

Pakistan Cricket MatchIndiaAsia Cup 2022

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও