বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বদল। ১৫ অক্টোবরের বদলে ১৪ অক্টোবরে আমেদাবাদেই ওই ম্যাচ হবে বলে খবর। সোমবার BCCI এর তরফে এই খবর জানানো হয়েছে। মূলত নবরাত্রির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে নবরাত্রি অনুষ্ঠান। নিরাপত্তার কথা মাথায় রেখেই দিন বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেকারণেই খেলার সময়সূচি বদল করা হয়েছে। যদিও দিন পরিবর্তনের ফলে অনেকেই সমস্যায় পড়বেন। কারণ পুরনো দিন অনুযায়ী অনেকেই নিজেদের পরিকল্পনা করেছিলেন।
চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা ICC ভারতে বিশ্বকাপ আয়োজন করেছে। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ম্যাচ। তবে ভারতের প্রথম ম্যাচ রয়েছে ৮ অক্টোবর।
Read More- এক ওভারে ৬টি ছয়, অবসর নিলেন স্টুয়ার্ট ব্রড, শুভেচ্ছা যুবরাজের
প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু সোমবার নয়া দিন ঘোষণা করল BCCI। রদবদল অনুযায়ী ১৪ অক্টোবর ম্যাচের দিন নির্ধারণ করা হয়েছে।