প্রত্যাশিত ভাবেই শ্রীলঙ্কার ক্যান্ডিতেই হবে এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ। বুধবার প্রকাশিত সূচিতে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের দু তারিখ নিরপেক্ষ মাঠেই এশিয়া কাপের ম্যাচ খেলবে ভারত ও পাকিস্তান।
টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান জানিয়েছে, ৩০ অগাস্ট থেকে শুরু হচ্ছে এই বছরের এশিয়া কাপ। ভারতের মাটিতে বিশ্বকাপকে মাথায় রেখে এবার এই টুর্নামেন্ট হবে ৫০ ওভারের। প্রতিটি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর দেড়টায়।
আরও পড়ুন : ত্রিনিদাদে শততম টেস্টে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, ৫০০-তম আন্তর্জাতিক ম্যাচ বিরাটের
দুটি গ্রুপে হবে টুর্নামেন্ট। ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে আছে নেপাল। মুলতানে দুর্বল নেপালের বিরুদ্ধেই টুর্নামেন্ট শুরু করবে আয়োজক পাকিস্তান। ভারতের সব ম্যাচ থাকছে শ্রীলঙ্কাতেও। ১৭ সেপ্টেম্বর ফাইনালও হবে শ্রীলঙ্কাতেই। যা আগেই নির্ধারিত হয়েছিল।
ওভার বারলেও ফরম্যাটে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ গ্রুপে সবার সঙ্গে সবাই খেলেই সুপার ফোরে উঠবে। সেখানেও চারটি দেশে একে অপরের বিরুদ্ধে খেলবে। তাই মনে করা হচ্ছে, দোসরা সেপ্টেম্বরের পর সুপার ফোরেও ফের ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। গত বছর পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।