বৃষ্টিতে ভেস্তে গেল এশিয়া কাপের গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই পারলে না পাকিস্তান। এই ম্যাচে ১ পয়েন্ট করে পেল দুই দলই। মোট ৩ পয়েন্ট নিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠে গেল পাকিস্তান। সোমবার নেপালের বিরুদ্ধে নামবে ভারত। এই ম্যাচ জিতলেই সুপার ফোরে উঠে যাবে রোহিত ব্রিগেড।
২০ ওভার খেলার জন্য ১০টা ২৭ মিনিট পর্যন্ত কাট-অফ টাইম ছিল। কিন্তু টানা বৃষ্টিতে খেলা শুরুই করা গেল না। প্রথমে ঠিক করা হয়েছিল ২০ ওভার ব্যাট করলে পাকিস্তানের লক্ষ্য ছিল ১৫৫। কিন্তু মাঠের পরিস্থিতি খতিয়ে দেখে নির্ধারিত সময়ের আগেই ম্যাচ বাতিল ঘোষণা করে দেন ম্যাচ রেফারি ও আম্পায়াররা।
৯টা ৫৪ মিনিট নাগাদ আম্পায়াররা ক্যান্ডির আবহাওয়া দেখে আর ঝুঁকি নিতে চাননি। মাঠে নামেন দুই দলের ক্রিকেটাররা। খেলা বাতিল ঘোষণা করা হয়।