বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2023) চতুর্থ দিনের সকালেই উইকেট পেলেন উমেশ যাদব। টেস্ট ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান মার্নাস লাবুশানকে ফেরালেন তিনি। ভারতকে আরও একবার সুযোগ এনে দিলেন রবীন্দ্র জাদেজা। টেস্টের তৃতীয় দিনই ২ উইকেট তুলে নেন তিনি। শনিবার ওভালে তাঁর ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ক্যামেরুন গ্রিন।
শুক্রবার দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভারতকে স্বস্তি দেন জাদেজা। ফেরান প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া দুই ব্যাটসম্যান ট্রেভিস হেড ও স্টিভ স্মিথকে। এবার ক্যামেরুন গ্রিনকেও বোল্ড করেন জাড্ডু।
আরও পড়ুন: দাবি পূরণ না হলে এশিয়ান গেমস খেলবেন না, বয়কটের বার্তা সাক্ষী মালিকের
উইকেট হারালেও ইতিমধ্যেই বড় রানের লিড নিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে গেলে দ্রুত অস্ট্রেলিয়ার উইকেট তুলতে হবে ভারতকে।