ভারত বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিন থেকেই চালকের আসনে রয়েছে রোহিত ব্রিগেড। তৃতীয় দিন ম্যাচ শেষে সেই ছবিটাই যেন আরও স্পষ্ট হল। এবার বাংলাদেশের বিরুদ্ধে জয় শুধু সময়ের অপেক্ষা।
তৃতীয় দিনের শুরু থেকে রীতিমতো দাপট দেখাচ্ছিল টিম ইন্ডিয়া। গিল আর পন্থের সেঞ্চুরি যেন তাতে বাড়তি অক্সিজেন যোগ করে। তার উপর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি। ফলে তৃতীয় দিন বাংলাদেশকে হারানোর পথে আরও কিছুটা এগিয়ে গিয়েছে ভারত।
এখন প্রথম টেস্ট জয়ের জন্য রোহিত ব্রিগেডের দরকার ছয়টি উইকেট। আর বাংলাদেশ জিততে চাইলে তাদের দরকার আরও ৩৭৫ রান। তৃতীয় দিনের শেষে শান্তরা ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেছেন। আলো কম থাকায় তৃতীয় দিন প্রায় ৪৫ মিনিট আগেই খেলা শেষ করে দেওয়া হয়।
দ্বিতীয় দিন ৮১ রানে ৩ উইকেট হারিয়েছিল ভারত। তৃতীয় দিন এখান থেকেই খেলা শুরু হয়। ক্রিজে ছিলেন শুভমান আর পন্থ। দু'জনেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। পন্থ আউট হলেও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন গিল। তাঁর সঙ্গে ব্যাট করছিলেন কে এল রাহুল। এদিন ৪ উইকেটে ২৮৭ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়।
৫১৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামেন টাইগাররা। শুরুটা ভালই করেন তাঁরা। জাকির হাসান ও শাদমান ইসলামের জুটি ৬২ রান করে। এরপর বুমরার বলে এক উইকেট হারায় বাংলাদেশ। এরপর দু’জনকেই ফেরান অশ্বিন। ৩৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৫৮ রান করে। এরপর আলো কমে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়।