বৃষ্টিবিঘ্নিত ক্যান্ডিতে (Aisa Cup 2023) পরপর দুটি বড় উইকেট হারাল টিম ইন্ডিয়া (Team India)। বৃষ্টির আগে কোনও উইকেট না হারিয়ে ভারতের রান ছিল ১৫। বৃষ্টি থামতেই ম্যাচ শুরু হওয়ার পর পরপর দুই ওভারে বিরাট ও রোহিতকে ফেরালেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। হ্যারিস রাউফের ডেলিভারিতে ফিরলেন শ্রেয়স আইয়ারও।
বৃষ্টি শেষ হওয়ার পর ভারত নামতেই চতুর্থ ওভারের শেষ বলে রোহিতকে (Rohit Sharma) বোল্ড করলেন আফ্রিদি। ষষ্ঠ ওভারে বল করতে এসেই তৃতীয় বলে বিরাটকে (Virat Kohli) ৪ রানে ফেরালেন আফ্রিদি।
আরও পড়ুন: ক্যান্ডিতে ভারী বৃষ্টি, বিপর্যস্ত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ
ক্যান্ডির উইকেটে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। শাহিন শাহ আফ্রিদির ডেলিভারিতে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপেও চিড় ধরে গেল। বিরাট ও রোহিতের মতো দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ায় বেশ চাপে টিম ইন্ডিয়া।