তাঁর আউটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। জিম্বাবোয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হারের পর এটাই দাবি ভারত অধিনায়ক শুভমন গিলের। জিম্বাবোয়ের ১১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ম্যাচে হারারেতে ১৩ রানে হেরেছে ভারত। ম্যাচ শেষে অধিনায়ক জানিয়েছেন, এই ম্যাচে বোলাররা দুর্দান্ত। কিন্তু দলের ডোবার জন্য ফিল্ডিংকেই দুষেছেন গিল। জানিয়েছেন, এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।
অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে তাঁর অবদান ২৯ বলে ৩১ রান। শুভমন মনে করেন, আরও কিছুক্ষণ ক্রিজে থাকতে পারলে এই ম্যাচ বার করে নেওয়া যেত। কিন্তু কী করলেন এই ম্যাচে অভিষেক হওয়া তিন ক্রিকেটার ? বিশেষ করে রিয়ান পরাগ। যিনি বিশ্বকাপ দলে জায়গা না পেয়ে অভিমান করেছিলেন। দেশের জার্সিতে প্রথম ম্যাচে তাঁর অবদান দুই।
বিশ্বজয়ের সাত দিনে মাথায় হারারের মাঠে বিশ্বচ্যাম্পিয়নদের স্মৃতি সুখকর হল না। রবিবারই ফের এই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগে সিরিজে ১-০ এগিয়ে জিম্বাবোয়ে।