T20 বিশ্বকাপের প্রথম ম্যাচেই হার টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হার ভারতের। নিউজিল্যান্ড ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছিল। জবাবে ১০২ রানে শেষ হয়ে যায় ভারত। মহিলাদের T20 ক্রিকেটে এটাই ভারতের বিরুদ্ধে সবথেকে বড় ব্যবধানে জয়। এই হারের ফলে রান রেটেও বড় ধাক্কা খেল ভারত।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। সোফি ডিভাইনরা প্রথম থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে শুরু করেন। পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান তুলে নেয় কিউয়ি ব্যাটাররা। দীপ্তি শর্মা,আশা শোভনারা পাল্লা দিতে পারেননি। বেশ কিছু খারাপ ফিল্ডিংয়ের খেসারতও দিতে হয়। রেনুকা সিংয়ের হাতের ফাঁক দিয়ে বল গলে চার হয়। ক্যাচ মিস করেন রিচা ঘোষও। তবে আট নম্বর ওভারে প্রথম নিউজিল্যান্ডকে ধাক্কা দেন অরুন্ধতী। ফেরেন সুজি বেটস। নবম ওভারে শোভনার ডেলিভারিতে ফেরেন আরেক ওপেনার জর্জিয়া প্লিমার। পরপর দুটি উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের রানের গতি কিছুটা কমে।
১৪তম ওভারে একটি রান আউট নিয়ে বিতর্ক তৈরি হয়। ১৪তম ওভারে দীপ্তি শর্মার বল লং অফের দিকে পাঠিয়ে রান নেন অ্যামেলিয়া কের। বল ধরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। দ্বিতীয় রান নিতে যান অ্য়ামেলিয়া। কিন্তু রিচাকে বল থ্রো করতেই আউট হন অ্য়ামেলিয়া। কিন্তু আম্পায়ার সেই আউট বাতিল করে দেয়। জানানো হয়, বল আগেই ডেড হয়ে গিয়েছে। এই সিদ্ধান্তে একেবারেই খুশি হতে পারেননি ভারত অধিনায়ক। ইনিংসের শেষ দিকে চালিয়ে খেলে নিউজিল্যান্ড। ৩৬ বলে ৫৭ রান করেন অধিনায়ক সোফি ডিভাইন। ১৬০ রান তোলে স্কোরবোর্ডে।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ২ রান করে ফেরেন ওপেনার শেফালি ভার্মা। স্মৃতি শুরুটা ভাল করলেও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি ক্রিজে। ১২ রান করে আউট হন। পরের ওভারে আউট হয়ে ফেরেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে টিম ইন্ডিয়া। ১২ রান করেন রিচা ঘোষ। ১৩ রান করেন দীপ্তি শর্মা। ১৯ ওভারে ১০২ রানে অলআউট হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন রোসমারি মেয়ার। ৩ উইকেট পান লিয়া তাহুহু।