হরমনপ্রীত কাওরের (Harmanpreet Kaur) ৬০ বলে ৭০ রানের ইনিংস ব্যর্থ। বৃহস্পতিবার মেয়েদের বিশ্বকাপে (Women World Cup) হ্যামিলটনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬২ রানে হারল টিম ইন্ডিয়া (Team India)।
২৬১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে পরপর উইকেট হারায় টিম ইন্ডিয়া। ৩০ ওভারে স্কোরবোর্ডে ভারতের রান ছিল পাঁচ উইকেটে ৯৭। অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) চেষ্টা করলেও রানরেট ঠিক রাখতে পারেননি। হরমনপ্রীতের ঝোড়ো ইনিংসে কিছুটা আশা ফিরলেও শেষ রক্ষা হয়নি। শেষদিকে চেষ্টা করেন ঝুলন গোস্বামীও (Jhulan Goswami)। কিন্তু ৪৭ ওভারে ১৯৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
আরও পড়ুন:
নিউজিল্যান্ডের হয়ে হাফসেঞ্চুরি করেন কিউয়ি ব্যাটার আমেলিয়া কের। ৭৫ রান করেন ম্যাডি গ্রিন। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ২৬০ রান তোলে নিউজিল্যান্ড। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপের পরের ম্যাচে নামবে ভারত।