বাজবলের পাল্টা জ্যাজ বল। হায়দরাবাদে প্রথম টেস্টেই ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লিড ভারতের। চা বিরতি পর্যন্ত প্রথম টেস্টের প্রথম ইনিংস ভারত এগিয়ে ৬৩ রানে। দ্বিতীয় দিনে ভাল শুরু করেও অল্পের জন্য শতরান হাতছাড়া করলেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। যশস্বী আউট হলেন ৮০ রানে। রাহুলের ইনিংস থামল ৮৬ রানে।
এক উইকেটে ১১৯ রান। এই নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল ভারত। রুটের বলে আউট হলেন যশস্বী। তবে প্রথম টেস্টে ফিকে হয়ে রইলেন দুই তরুণ শুভমন গিল এবং শ্রেয়স আইয়ার। এই ম্যাচে তাঁদের অবদান ২৩ এবং ৩৫ রান।
তবে ইঙ্গিত যা, তাতে এই ম্যাচে হয়তো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে চাইবে না ভারত। কারণ, দ্বিতীয় দিনের সকাল থেকেই ইংরেজ স্পিনারদের বল যা ঘুরছে, তাতে ভারতের লক্ষ থাকবে কমপক্ষে ২০০ রানে এগিয়ে থাকার। যা এখন নির্ভর করছে রবীন্দ্র জাডেজা এবং শিখর ভারতের ব্যাটের উপরেই।