হায়দরাবাদ টেস্টে ১৭৫ রানে এগিয়ে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ভারতের স্কোর সাত উইকেট ৪২১ রান। ৮১ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাডেজা। দিনের শেষে ৩৫ রানে অপরাজিত রয়েছেন অক্ষর প্যাটেল। ইঙ্গিত যা তাতে তৃতীয় দিনে ইংল্যান্ডের সামনে কমপক্ষে ২৫০ রানের টার্গেট দেবে টিম ইন্ডিয়া।
এক উইকেটে ১১৯ রান। এই পুঁজি নিয়েই দ্বিতীয় দিন শুরু করেছিল ভারত। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে যে ভাবে ব্যাট করা উচিত, ঠিক সেই ভাবেই শুরু করেছিলেন দুই তরুণ যশস্বী এবং শুভমন। ৮০ রান করে জো রুটের বলে আউট হন জয়সওয়াল। ২৩ রান করে এই টেস্টে অভিষেক হওয়া হার্টলেকে উইকেট
দিয়ে আসেন গিল।
এরপর শ্রেয়সকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান লোকেশ রাহুল। তিনিও অল্পের জন্যই শতরান হাতছাড়া করেন। ৮৬ রান করে আউট হন রাহুল। এবার দেখার তৃতীয় দিনে টেস্ট ক্রিকেট জাডেজা তাঁর শতরান পূর্ণ করতে পারবেন কীনা। কারণ, আশির গেড়োতে আটকে ভারতীয় ব্যাটাররা। দিনের শেষে ৮১ রানে ব্যাট করছেন জাডেজা।
ইংল্যান্ড ইনিংসে দুটি করে উইকেট টম হার্টলে এবং জো রুটের। পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে এই টেস্টে আর ব্যাট করতে চাইবে না ভারত। কারণ, তিন স্পিন অস্ত্রেই এই টেস্ট শেষ করতে চাইবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।