কেপটাউনে (Capetown) অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া (Team India)। মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট খেলবে বিরাট ব্রিগেড । দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম কোনও টেস্ট সিরিজ জয়ের হাতছানি ভারতের (Team India) সামনে।
এদিন টুইটারে টিম ইন্ডিয়ার প্রস্তুতির ছবি পোস্ট করে বিসিসিআই (BCCI)। জানানো হয় নিউল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন শুরু করে দিয়েছে টিম। প্রথম টেস্টে জেতে টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে ভারতকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ ব্যবধানে ফিরে আসে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আশাবাদী, তৃতীয় টেস্টে ফিরে আসবেন অধিনায়ক বিরাট (Virat Kohli)।
আরও পড়ুন: অ্যাসেজের চতুর্থ টেস্টে নাটকীয় লড়াই, সিডনিতে শেষ ওভারে এসে টেস্ট ড্র ইংল্যান্ডের
তৃতীয় টেস্টে হঠাৎ করেই পিঠে চোট লেগে কাবু হয়ে পড়েন বিরাট। ভারতকে নেতৃত্ব দেন কেএল রাহুল। জোহানেসবার্গে হারতে হয় টিম ইন্ডিয়াকে।