India vs Bangladesh Test: ৪০০-এর বেশি রানই লক্ষ্য ভারতের, শুক্রবার সেঞ্চুরি কি পাবেন জাদেজা!

Updated : Sep 20, 2024 08:28
|
Editorji News Desk

চেন্নাইয়ে প্রথম দিন দারুণ শুরু করেও টেম্পারমেন্ট ধরে রাখতে পারল না বাংলাদেশ। মাত্র ৩৪ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্তরা। আর ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে ঘরের মাঠে ধুঁকছিল ভারত। সেখান থেকে দলকে একা টেনে তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। প্রথম দিন অশ্বিনের ব্যাটে এসেছে সেঞ্চুরি। ৮৬ রান করে সেঞ্চুরির দোরগোড়ায় রবীন্দ্র জাদেজাও। ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছে ভারত। দ্বিতীয় দিন সকালে চেন্নাইয়ের পিচে কতটা রান স্কোরবোর্ডে যোগ করতে পারবে এই জুটি! 

বৃহস্পতিবার আধ ঘণ্টা বেশি সময় পেয়েও ৯০ ওভার শেষ করতে পারেনি বাংলাদেশ। আইসিসি-র কোপে পড়তে পারেন সাকিবরা। তবে ম্যাচ শুরুর কয়েকদিন আগে থেকেই চেন্নাইয়ের পিচ নিয়ে যে আগ্রহ শুরু হয়েছিল, তা বৃহস্পতিবার ম্যাচে বেশ ভাল মতোই দেখা গেল। লাল মাটির ট্র্যাকে তাই টস জিতে ফিল্ডিং নিতে দুবার ভাবেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই লাইন ও লেংথে বল রেখে দীর্ঘ স্পেলে সাফল্য পেলেন হাসান মাহমুদ। ১৮ ওভারে ৫৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলেন তিনি। প্রত্যেক ব্যাটারকে যে লাইন-লেংথে বল রাখলেন, তা নিয়ে বেশ চর্চা ক্রিকেট মহলে। রোহিত ও বিরাট, ভারতের দুই তারকা ব্যাটসম্যান অফ স্টাম্পের বাইরে বল খোঁচা মারতে গিয়ে আউট হয়ে ফিরেছেন। শুভমান গিল খাতা খোলারল আগেই ফাইন লেগে খেলতে গিয়ে আউট হন। কার কী দুর্বলতা, সেই বুঝেই বল করেই সাফল্য পেয়েছেন হাসান। আর তাঁর চতুর্থ উইকেট ছিল ঋষভ পন্থ। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা লাগিয়ে ফিরতে হয়েছে পন্থকেও। ক্রিজে সেট হওয়ার পরেও পন্থের এমন আউট মানতে পারছেন না ভারতের ক্রিকেটপ্রেমীরা। 

তবে অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে ভরসা রেখেছিলেন কে এল রাহুলের উপর। রোহিত জানান, রাহুলকে তিনি সব ম্যাচে খেলাতে চান। তাঁর থেকে সেরা ক্রিকেট বের করে আনতেই এই সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশের বিরুদ্ধে স্পিনার মেহেদি হাসান মিরাজের ডেলিভারিতে ফিরতে হয় রাহুলকে। স্পিনে উইকেট হারিয়ে ফেরাটাও রাহুলের কাছে প্রত্যাশিত ছিল না। 

তবে ভারতের রথী-মহারথীরা বাংলাদেশের বোলিং আক্রমণের কাছে জুবুথুবু হলেও দুই স্পিনিং অলরাউন্ডারই চিপকে ভারতের মান বাঁচালেন। ১৪৪ রান থেকে ২৫০ উঠবে কিনা, সেটাই সেই সময় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু অশ্বিন-জাদেজা ক্রিজে সেট হয়ে যেতেই খেলা ঘুরতে শুরু করে। দিনের শেষে ৩৩৯ রান তুলে নেয় ভারত। বৃহস্পতিবার সকালে চেন্নাইয়ে উইকেটে বল টার্ন করবে। নতুন বলে শুরু করবেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা। অশ্বিন ও জাদেজা প্রথম সেশনে কতটা ঘুরে দাঁড়াতে পারে, সেটাই দেখার। 

প্রথম টেস্টে তিন পেসার নিয়ে নেমেছেন রোহিতরাও। জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজের সঙ্গে রয়েছেন আকাশদীপ সিং। চেন্নাইয়ের এই পিচে তিন পেসারকে সামলানো খুব সহজ হবে না বাংলাদেশের কাছেও। যদি দ্বিতীয় দিনে ভারত ৪০০-এর গণ্ডি পার করে বাংলাদেশকে অল্প রানে অলআউট করতে পারে, প্রথম টেস্টে চালকের আসনে থাকবে রোহিত ব্রিগেড।

INDIA

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও