জোহানেসবার্গে (Johannesburg) সোমবার থেকে দ্বিতীয় টেস্টে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND v SA)। এখনও দক্ষিণ আফ্রিকার মাটিতে কোনও টেস্ট সিরিজ জেতেনি টিম ইন্ডিয়া। সেই ইতিহাস গড়ার সামনেই দাঁড়িয়ে বিরাট ব্রিগেড।
সেঞ্চুরিয়নে (Centurion) প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। জোহানেসবার্গে এই টেস্ট জিতলেই সিরিজ হাতের মুঠোয় চলে আসবে টিম ইন্ডিয়ার (Team India)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁদের দেশে এখনও টেস্ট সিরিজ জিততে পারেননি কোনও ভারত অধিনায়ক। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১১৩ রানে হারিয়ে আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া।
দ্বিতীয় টেস্টে জিতলে রেকর্ডের মাইলস্টোন স্পর্শ করবেন ভারত অধিনায়ক বিরাটও। সবচেয়ে বেশি টেস্ট জয়ী অধিনায়কদের তালিকায় চার নম্বরে আছেন তিনি। আরও একটি টেস্ট জিতলে স্টিভ ওয়ার সঙ্গে তিন নম্বরে উঠে আসবেন বিরাট। ৪১টি টেস্ট জয়ের নজির থাকবে বিরাটের নামের পাশে।
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টের আগে জো'বার্গে গা ঘামানো শুরু করল টিম ইন্ডিয়া
তবে বিরাটের ফর্ম ভালো যাচ্ছে না। ব্যাটিং নিয়েও উঠছে প্রশ্ন। কিন্তু টিম ইন্ডিয়ার বোলারদের পারফরম্যান্সে সাফল্য আসছে। এখনও পর্যন্ত জোহানেসবার্গের ওয়ার্ন্ডার্সে একটি টেস্টেও হারেনি টিম ইন্ডিয়া। পাঁচটি টেস্ট খেলে এখানে জয় পেয়েছে দুটি। ড্র হয়েছে তিনটি টেস্ট। তাই এই টেস্টে পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে টিম ইন্ডিয়াই।