এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। মেঘে ঢাকা ক্যান্ডিতে নেপালের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় একটাই পরিবর্তন। জসপ্রীত বুমরার বদলে এই ম্যাচে খেলছেন মহম্মদ শামি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য পণ্ড হয়ে গিয়েছিল। তাই এক পয়েন্ট পেয়েছিল ভারত। এই ম্যাচ জিতলে এশিয়া কাপের সুপার ফোরে উঠবে টিম ইন্ডিয়া।
তবে এই ম্যাচের থেকে সবার আগ্রহ বিশ্বকাপে ভারতের দল ঘোষণা নিয়ে। মনে করা হচ্ছে এই ম্যাচের পরেই রোহিতদের বিশ্বকাপের দল ঘোষণা করা হতে পারে। কারণ, মঙ্গলবারের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, বিশ্বকাপের প্রথম ১৫ জনের দলে রাখা হবে কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ারকে। বাদ সঞ্জু, প্রসিদ্ধ কৃষ্ণ এবং তিলক ভার্মা।
আরও পড়ুন : নেপালের বিরুদ্ধে এশিয়া কাপের লড়াই, বিশ্বকাপের দল ঘোষণা করবে বিসিসিআই
পাকিস্তান ম্যাচের পরেই কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এই ব্যাপারে কথা কার্যত পাকা করে ফেলেছেন জাতীয় নির্বাচক অজিত আগারকর। তিনি কখন সরকারি সিলমোহর বসাবেন, সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট ।