বিশ্ব ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষে ভারত। বুধবার প্রকাশিত আইসিসির ক্রমতালিকা থেকে এই খবর জানা গিয়েছে। এরআগে দক্ষিণ আফ্রিকার কাছে এই নজির ছিল। একদিন ও টি-টোয়েন্টির ক্রমতালিকায় আগে থেকেই শীর্ষ ছিল টিম ইন্ডিয়া। এবার নাগপুর টেস্ট জিততেই টেস্টেও শীর্ষে উঠে এল ভারত। শুক্রবার থেকে শুরু হচ্ছে দিল্লি টেস্ট। তার আগে এই খবরে চাঙ্গা ভারতীয় দল।
ইতিমধ্যে নাগপুর টেস্ট নিয়ে বহু বিতর্ক হয়ে গিয়েছে। ভারত-অস্ট্রেলিয়া দু দেশের প্রাক্তনরাই বিতর্কে মুখ খুলেছেন। সেই নাগপুরই ভারতকে টেস্ট সাম্রাজ্যে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিল। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, আইসিসির এই খবরে আনন্দিত ভারতীয় ক্রিকেট।
সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ডের মাটিতে হবে এই ফাইনাল। ওভালে ফাইনাল খেলতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে জিততে হবে ৩-০ ব্যবধানে। যা কঠিন মনে হচ্ছে না টিম ইন্ডিয়ার সামনে।