চিপকে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে নতুন রেকর্ড গড়ল রোহিত ব্রিগেড। টাইগারদের ২৮০ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। আর এই ম্যাচ জিতেই টেস্ট ক্রিকেটে নিজেদের হারের সংখ্যাকে ছাপিয়ে গেল ভারতীয় দল।
১৯৩২ সাল থেকে টেস্ট ক্রিকেট খেলে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৫৮০ টি টেস্ট খেলেছে ভারত। এর মধ্যে ভারত ১৭৮ টি ম্যাচে হেরেছিল। আর ড্র হয়েছিল ২২২ টি ম্যাচে। আর জিতেছিল ১৭৮ ম্যাচে। এই ম্যাচের ফলাফলের নিরিখে জয়ের সংখ্যায় নিজেদের হারের সংখ্যাকে ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া।
এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও সকলের উপরেই থাকল টিম ইন্ডিয়া। কারণ ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ১০টি টেস্ট ম্যাচ খেলেছে ভারত। তার মধ্যে সাতটি ম্যাচে জয় এসেছে। আর ড্র হয়েছে মাত্র একটি ম্যাচ।
এদিন চিপকে জয়ের ফলে ভারত পেয়েছে ১২ পয়েন্ট। ফলে মোট ৮৬ পয়েন্ট নিয়ে তালিকা শীর্ষে চলে এসেছে রোহিত ব্রিগেড। ভারতের পরেই রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এরপর এই দুই দেশের বিরুদ্ধেই টেস্ট খেলবে ভারত। অন্যদিকে এই ম্যাচ হারের পর বাংলাদেশ নেমে গিয়েছে তালিকার ছয় নম্বরে।