অনূর্ধ্ব ১৯ T20 বিশ্বকাপে U19 T20 World Cup) চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া (Team India)। ৩৬ বল বাকি থাকতেই ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বজয় ভারতের (Champion)।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অনূর্ধ্ব ১৯ ভারতের অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলারদের দাপটে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ১৭ ওভার ১ বলে মাত্র ৬৮ রান তোলে ইংল্যান্ড। তিতাস সাধু, অর্চনা দেবী, পারশাভি চোপড়া ২টি করে উইকেট নেন। এক উইকেট নিয়েছেন মন্নাত কাশ্যপ।
আরও পড়ুন: কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করতে পারে বোর্ড, বাদ পড়তে পারেন শিখর ধাওয়ান
জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভারেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ১৫ রান করে অধিনায়ক শেফালি। সেমিফাইনালের নায়ক শ্বেতা এদিন ব্যর্থ। সৌম্যা তিওয়ারি ও তৃষা দুজনেই ২৪ রান করেন।