বিশ্বকাপের আগে এশিয়া কাপ। বেঙ্গালুরুতে হবে তার প্রস্তুতি। তার আগে তিরুমালার মন্দিরে প্রার্থনা করে এলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। স্ত্রী, মেয়েকে নিয়ে তাঁর তিরুমাল্লার ভিডিও বেশ ভাইরালও হয়েছে। ৩০ অগাস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কা দু দেশ ভাগাভাগি করে এশিয়া কাপ আয়োজন করবে।
পাকিস্তান ও নেপালের সঙ্গে একই গ্রুপে ভারত। দোসরা সেপ্টেম্বর ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে হবে এই ম্যাচ। প্রথমে ঠিক ছিল ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে সব খেলা। কিন্তু সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে সময় বদলে ম্যাচ শুরুর সময় এখন বিকেল তিনটে।
আরও পড়ুন : ব্যাটিং, বোলিংয়ে ব্যর্থ ভারত, ৮ উইকেটে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ
২৪ অগাস্ট থেকে বেঙ্গালুরুতে শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি। বোর্ডের নির্দেশে, ওই ক্যাম্পে সব সিনিয়রদের হাজির থাকতে হবে। ওই ক্যাম্পেই যোগ দেবেন জসপ্রীত বুমরা, শ্রেয়স আইয়াররা। এশিয়া কাপের আগে ব্যস্ত হয়ে ওঠার আগেই মেয়ে-বউকে নিয়ে তিরুপতির মন্দির দর্শন করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।