India Vs England : মাঘের সন্ধ্যায় ইডেনে ভরপুর ক্রিকেট, কলকাতা থেকে শুরু ভারতের নতুন টি-টোয়েন্টি সিরিজ

Updated : Jan 22, 2025 10:55
|
Editorji News Desk

বাজবল VS স্কাইবল। 

বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। যে ম্যাচকে কেন্দ্র করে তৈরি কলকাতার ইডেন গার্ডেন্স। প্রায় সাত বছর পর কলকাতার ফের গৌতি-সূর্যর কম্বিনেশন। অধিনায়ক হিসাবে গম্ভীরের আইপিএল জয়ের অন্যতম সেনাপতি ছিলেন সূর্য কুমার যাদব। ঘরের মাঠে বাটলার-সল্টদের বিরুদ্ধে গুরু গম্ভীরের বাজি সেই স্কাই-হাই। 

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সাদা বলের ক্রিকেট খেলছিল টিম ইন্ডিয়া। ১৩৩ রানে সেই ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল সূর্য কুমারের ভারত। গত বছর ১২ অক্টোবরের পর নতুন বছরের ২২ জানুয়ারি ফের সাদা বলের ফরম্যাটে ফিরছে টিম ইন্ডিয়া।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই টুর্নামেন্টের আগে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজকে হোমওয়ার্ক হিসাবেই দেখতে চাইছেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। মিষ্টি দইয়ের প্রতি ভালবাসার পাশাপাশি ক্রিকেট নিয়েও সিরিয়াস ক্যাপ্টেন সূর্য। 

বিশ্বকাপের পর আর ক্রিকেটে ফেরা হয়নি মহম্মদ শামির। নিজের ইডেনে সেই শামি ফিরছেন। অস্ট্রেলিয়া সফরে তাঁর যাওয়া হয়নি। বুমরার সঙ্গে বল করার আগে কলকাতায় ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পাটনার হতে পারেন হর্ষিৎ রানা, আর্শদীপ সিংরা। 

কেমন হবে ইডেনের পিচ ? সিএবি সূত্রে খবর, শিশির না বিরক্ত করলে, চল্লিশ ওভারের এই ম্যাচে ব্যাটারদের রান পাওয়ার পাশাপাশি বোলারাও হতাশ হবেন না। বিশেষ করে রাত বাড়লে স্লো হতে পারে ইডেনের বাইশ গজ। ফলে, স্পিনাররা এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেও দাবি প্রাক্তনদের। 

ইডেনকে মাথায় রেখে প্রাক্তনদের পরামর্শ আগে ব্যাট করার। তাই টস জিতে এই ম্যাচ থেকে এগিয়ে থাকতে চান সূর্য কুমার। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে চ্যালেঞ্জ হতে পারে নিজেদের ব্যাটিং অর্ডার। 

India vs England

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও