India win : ৪৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে একদিনের সিরিজ জয় ভারতের

Updated : Feb 10, 2022 07:52
|
Editorji News Desk

ফের এক নতুন পরীক্ষার (Experiment) রাস্তায় ভারতীয় ক্রিকেট (Indian cricket)। সৌজন্যে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। বুধবার যার সাক্ষী বিশ্ব ক্রিকেটে সর্ববৃহৎ আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়াম (Narendra Modi stadium)। পরিবর্তন এক ওপেনার হিসাবে রোহিতের সঙ্গী ঋষভ পন্থ (Rishabh Panth)। পরিবর্তন দুই মিডল অর্ডারে কে এল রাহুল (K L Rahul)। যার ফসল, ৪৪ রানে ক্যারিবিয়ানদের (Caribian) হারিয়ে একদিনের সিরিজের দ্বিতীয় ম্য়াচেই সিরিজ জয় ভারতের। দক্ষিণ আফ্রিকার গ্লানি কাটল বুধবারের মোতেরায় (Motera)। 

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। পরীক্ষাগারের বক-যন্ত্রে শুরুটা যে খুব ভাল হয়েছিল তা নয়। কারণ, ৩৯ রানে দুই উইকেট হারায় ভারত। ওপেনার হিসাবে পিঞ্চ হিটার হতে পারলেন না ঋষভ। অবদান ৩৪ বলে ১৮ রান। এই ম্য়াচেও রান নেই বিরাট কোহলির ব্য়াটে। 

আরও পড়ুন : আমেদাবাদে বিশ্বকাপজয়ী ভাইদের সামনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় রোহিতদের

ভারত ঘুরে দাঁড়াল সেই লোকেশ রাহুল আর সূর্যকুমার যাদবের ব্যাটে। ৪৯ রান করে আউট হন রাহুল। আর সূর্যকুমারের অবদান ৬৪। দুজনের প্রায় ১০০ রানের পার্টনারশিপে মোতেরায় দ্বিতীয় ম্য়াচে ভিত পেল ভারত। ক্যামিও হিসাবে দীপক হুডা এবং যযুবেন্দ্র চাহলের অবদানে ৫০ ওভারে ভারতের স্কোর ৯ উইকেটে ২৩৭ রান। 

প্রথম একদিনের ম্যাচে চাহালের ভেল্কিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিলেন ক্যারিবিয়ানরা। আর দ্বিতীয় ম্য়াচে একেবারে ভিন্ন ছবি। ম্য়াচে ১২ রান দিয়ে চার উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংকে একাই ধসিয়ে দিলেন আইপিএলে কেকেআরের ক্রিকেটার প্রসিদ্ধ কৃষ্ণা। কর্নাটকের এই ডান-হাতি মিডিয়াম পেসারের আক্রমণে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও ম্য়াচে দুটি উইকেট শার্দুল ঠাকুরের। অনেক হুঙ্কার দিয়ে ভারতে এসেছিলেন জেসন হোল্ডাররা। কিন্তু একদিনের সিরিজে আপাতত হেরেই থাকতে হচ্ছে তাঁদের। ১৯৩ রানে শেষ ক্যারিবিয়ানদের ইংনিস।

গুরু গ্রেগের সঙ্গে হাত মিলিয়ে ভারতীয় ক্রিকেটে পরিবর্তনের হাওয়া বইয়ে ছিলেন অধিনায়ক রাহুল দ্রাবিড়। প্রেক্ষাপট বদলেছে। কিন্তু বুধবারের মোতেরা প্রমাণ করল রাহুল দ্রাবিড় বদলাননি। এবার তাঁর পরিবর্তন ভাবনায় হাত মেলালেন অধিনায়ক রোহিত শর্মা। রাহুল-রোহিত জুটিতে ফের পরীক্ষাগারে ফিরল ভারতীয় ক্রিকেট। শুরুটা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে। 

Rohit SharmaTeam IndiaWest IndiesIndiaAhmedabad

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও