ফিরোজ শাহ কোটলায় নির্ধারক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত। ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৪ রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
দিল্লিতে প্রবল বৃষ্টি চলছে। সেই বৃষ্টি ভেজা আবহাওয়া কাজে লাগিয়ে এদিন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান। ভারতীয় স্পিনারদের দাপটে ২৭ ওভার ১ বলেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের লক্ষ্য ছিল ১০০ রান। কিন্তু দিল্লির উইকেটে সেই রান তাড়া করতেও ৩ উইকেট হারায় টিম ইন্ডিয়া। ৪৯ রান করেন শুভমান গিল। ইশান কিষাণ ১০ রানে ফেরেন। ২৮ রান করে ম্যাচ জিতিয়ে আসেন শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন: সৌরভকে নিয়ে বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের, পাল্টা প্রতিক্রিয়া শমীকের
এদিন ভারতের হয়ে ৪ উইকেট তুলে নেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ ও শাহবাজ আহমেদ।