বল হাতে বাংলাদেশকে পিছু হঠিয়ে ম্যাচের ম্যাজিশিয়ান শেফালি বর্মা। ৮ রানে বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ জিতে গেল ভারত। ৯৬ রান তাড়া করতে গিয়ে ভারতীয় বোলারদের কাছে হিমসিম খেতে হয় বাংলাদেশের মেয়েদের। শেষ ওভারে বাংলাদেশের জিততে ১০ রান করতে হত। সেই ওভারে মাত্র ১ রান দিয়ে ৪ উইকেট ঝুলিতে ভরেন শেফালি।
টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন হরমণপ্রীতেরা. আগের ম্যাচে চালিয়ে খেললেও এই ম্যাচে রান পাননি মান্ধানা। ১৩ রান করেই উইকেট খোয়ান তিনি। এরপর ১৯ রান করেন শেফালি। ২০ ওভারে আট উইকেটে ৯৫ রানে শেষ হয় ভারতের ইনিংস।