সিরিজ আগেই হেরে গিয়েছিল। শেষ ম্যাচে জিতে সান্ত্বনা পুরস্কার টিম ইন্ডিয়ার (Team India)। শনিবার চট্টগ্রামে বাংলাদেশকে (Bangladesh) ২২৭ রানে হারালেন বিরাটরা।
৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান করে ভারত। ইশান কিষাণ (Ishan Kishan) একাই করেন ২১০ রান। বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে আসেন ১১৩ রানের ইনিংস। ৭২তম আন্তর্জাতিক সেঞ্চুরি করে প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংকে পেরিয়ে গেলেন বিরাট। ১৮২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। পরিসংখ্যান বলছে, রানের হিসেবে একদিনের ক্রিকেটে ভারতের তৃতীয় জয়।
এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শিখর ধাওয়ান মাত্র ৩ রান করে আউট হয়ে যান। সেখান থেকেই ইশান কিষাণ ও বিরাট কোহলি ২৯০ রানের পার্টনারশিপ গড়েন। একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরি করেন ইশান।
আরও পড়ুন: মরক্কোর বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চে রোনাল্ডো, দলের কৌশল দাবি পর্তুগালের
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ খুব বেশি রান করতে পারেননি। অধিনায়ক লিটনের ব্যাট থেকে আসে ২৯ রান।শাকিব আল হাসান ৪৩ রান করে আউট হয়ে ফেরেন। এরপরই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ১৮২ রানে শেষ হয়ে যায় ইনিংস।