এশিয়া কাপের (Asia Cup 2022) নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে ১০১ রানে জয় টিম ইন্ডিয়ার। ৬১ বলে ১২২ রান করে অপরাজিত ছিলেন বিরাট কোহলি (Virat Kohli0। তিন বছর পর সেঞ্চুরি পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। রানে ফিরলেন কেএল রাহুলও। ৪১ বলে ৬২ রান করেন তিনি। প্রথম ইনিংসে ২ উইকেটে ২১২ রান তোলে টিম ইন্ডিয়া। ৫ উইকেট পান ভুবনেশ্বর কুমার (Buhuvneshwar Kumar)।
এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা। পরিবর্তে টিমকে নেতৃত্ব দেন কেএল রাহুল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। সেই সুযোগের সদ্ব্যবহার করে ভারত।
আরও পড়ুন: অবশেষে শতরান, এশিয়া কাপে আফগানিস্তান ম্যাচে ৭১ তম সেঞ্চুরি বিরাট কোহলির
ভারতের ২১৩ রানের লক্ষ্যমাত্রার চাপ নিতে পারেনি আফগানিস্তান। টিমের হয়ে ৫৯ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন ইব্রাহিম জ়াদরান। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১১ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস। ভারতের হয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন টিমের পেসার ভুবি। একটি করে উইকেট পেয়েছেন আর্শদ্বীপ সিং, রবিচন্দ্রন অশ্বিন ও দীপক হুডা।