জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরল ভারত। রবিবারে হারারেতে প্রথমে ব্যাট করে দু উইকেটে ২৩৪ রান করেছিলেন বিশ্বচ্যাম্পিয়নরা। এই রান তাড়া করতে নেমে ২০ ওভারের আগে ১৩৪ রানে শেষ জিম্বাবোয়ের ইনিংস। অভিষেক শর্মার শতরানের পর এই ম্যাচে তিনটি করে উইকেট মুকেশ কুমার এবং আবেশ খানের। এই জয়ের ফলে পাঁচ সিরিজের এই ম্যাচে সমতায় ফিরল টিম ইন্ডিয়া।
৪৬ বলে শতরান। হারারের মাঠে জীবনের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম শতরান করলেন ভারতের অভিষেক শর্মা। শনিবার অভিষেক ম্যাচে শূন্য করে আউট হওয়ার পর যুবরাজ ভক্ত ভারতীয় ব্যাটারকে বেশ গঞ্জনা শুনতে হয়েছিল। রবিবার দ্বিতীয় ম্যাচে সেই সমালোচনা ফিরিয়ে দিলেন তেইশ বছরের অভিষেক। ৪৭ বলে ১০০ রান করে আউট হলেন তিনি।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একটি পরিবর্তন। খলিল আহমেদের বদলে এই ম্যাচে নেওয়া হয়েছে সাই সুর্দশনকে। মূলত দলের ব্যাটিং শক্তি বাড়াতেই এই কৌশল বলেই জানান শুভমন।
প্রথম ম্যাচে এই মাঠেই শনিবার ১৩ রানে হেরেছে টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারত। প্রথম ম্যাচে হারের পর দলের ব্যাটিংকে দুষেছিলেন শুভমন। এদিন অভিষেকের ৪৭ বলের ১০০ রানে আউট হওয়া অভিষেকের ইনিংস সাজানো আটটি ওভার বাউন্ডারি ও সাতটি বাউন্ডারি দিয়ে।