চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে(Pakistan) হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল ভারত(India)। রবিবার বিশ্বকাপের(Women's World Cup 2022) প্রথম ম্যাচেই পাকিস্তানকে ১০৭ রানে হারালেন মিতালী-ঝুলনরা।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক মিতালি রাজ(Mithali Raj)। কিন্তু শুরুতেই ধাক্কা খায় ভারত। শূন্য রানে ফেরেন ওপেনার শেফালি বর্মা(Shafali Verma)। ভারতকে এগিয়ে নিয়ে যান আরেক ওপেনার স্মৃতি মান্ধানা(Smriti Mandhana)। দীপ্তি শর্মার(Deepti Sharma) সঙ্গে জুটি বেঁধে ৯২ রান করেন তিনি। কিন্তু মাত্র ২ রানের ব্যবধানে দীপ্তি এবং স্মৃতি ফিরতেই ধ্বস নামে ভারতের মিডল অর্ডারে। একে একে ফিরে যান মিতালী রাজ, হরমনপ্রীত কৌর(Harmanpreet Kaur), রিচা ঘোষ(Richa Ghosh)।
আরও পড়ুন- Wriddhiman Saha: হুমকি দিয়েছিলেন কোন সাংবাদিক, বোর্ডকে জানিয়ে দিলেন ঋদ্ধিমান
১১৪ রানের মধ্যেই ৬ উইকেট হারায় ভারত। সেখান থেকে দলকে টেনে তোলেন স্নেহ রানা(Sneh Rana) এবং পূজা বস্ত্রকার(Pooja Vastrakar)। ১১২ রানের জুটি করে তাঁরা দলকে একটি সম্মানজনক রানে পৌঁছে দেন। স্নেহ রানা(Sneh Rana) ৫৩ এবং পূজা বস্ত্রকার(Pooja Vastrakar) ৬৭ রান করেন। মাত্র তিন বলে একটি চার সহ ৬ রান করেন বাংলার ঝুলন গোস্বামী(Jhulan Goswami)।