হার্দিক আগুনে ভস্মীভূত নিউজিল্যান্ড। কিউইদের রেকর্ড ১৬৮ রানে হারিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। একইসঙ্গে ঘরের মাঠে সিরিজ জয়ের হাফ সেঞ্চুরির বৃত্তও পূর্ণ হল। বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের পাহাড় প্রমাণ ২৩৪ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ড গুঁড়িয়ে গেল ৬৬ রানে। ১২.১ ওভারেই কিউই বধ সম্পন্ন করলেন ভারতীয় বোলাররা। যাঁদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন অধিনায়ক নিজে। ১৬ রানে চার উইকেট হার্দিক পান্ডিয়ার। ম্যাচে দুটি করে উইকেট আর্শদীপ, উমরান এবং শিবম মাভির। রান তাড়া করতে নেমে একসময় নিউজিল্যান্ডের প্রথম পাঁচ উইকেট পড়ে যায় মাত্র ২১ রানে।
এর আগে এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সিরিজে ফিরে আসার ম্যাচে লখনউকে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। কিন্তু বোর্ড সচিব জয় শাহের ঘরের মাঠে শুধু চার ও ছয়ের ফুলঝুড়ি দেখা গেল। সৌজন্যে ম্যাচের নায়ক শুভমান গিল। মাঠে হাজির ছিলেন সচিন তেন্ডুলকর, হাজির ছিলেন বোর্ড প্রেসিডেন্ট রজার বিনি। আর দাদাদের খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন সদ্য বিশ্বকাপ জেতা বোনেরা। সবার সামনেই এদিন হাত খুললেন গিল। ৬৩ বলে অপরাজিত ১২৬। জীবনের প্রথম টি-টোয়েন্টি শতরানে এমনটাই বিধ্বংসী ছিলেন পঞ্জাবের এই ক্রিকেটার।
কখনও রাহুল ত্রিপাঠী। আবার কখন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গোটা ২০ ওভারে কিউই বোলারদের ক্লাবস্তরে নিয়ে এল শুভমানের এদিনের ব্যাটিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ডবল করেছিলেন। এদিন টি-টোয়েন্টির সেঞ্চুরিতেও খাতা খুলে ফেললেন। তাই ম্যাচ শেষে শুভমান জানিয়ে দিলেন, তাঁর কোনও বিশ্রামের প্রয়োজন নেই।