নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারত। সোমবার ক্যান্ডিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টিম ইন্ডিয়া জিতল ১০ উইকেটে। নেপালের ২৩১ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের মাঝপথে ফের বৃষ্টি শুরু হয়। ফলে ২০.৫ ওভারে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ১৪৫ রানের। সেই রান তাড়া করে সহজেই ম্যাচ বার করলেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। প্রতিপক্ষ পাকিস্তান।
ম্যাচ ২০ ওভারে নেমে আসতেই, খোলস ছেড়ে বেরিয়ে এলেন দুই ভারতীয় ওপেনার। পাকিস্তান ম্যাচে রান পাননি রোহিত এবং শুভমন। এই ম্যাচে তাঁদের ব্যাট থেকে বেরিয়ে এল রানের ফুলঝুড়ি। সুপার ফোরে নামার আগে নেপালের বিরুদ্ধে কার্যত ব্যাটিং প্র্যাকটিস করলেন রোহিত এবং শুভমন। ৭৪ রানে অপরাজিত অধিনায়ক রোহিত শর্মা। শুভমন অপরাজিত ৬৭ রানে।
আরও পড়ুন : জাডেজা-সিরাজের তিনটি করে উইকেট, ভারতকে ২৩১ রানের টার্গেট দিল নেপাল
গ্রুপ রানার্স হয়ে সুপার ফোরে খেলবে ভারত। এর আগে এদিন টস জিতে নেপালকে ব্যাট করতে পাঠিয়েছিলেন রোহিত শর্মা। ২৩০ রানে শেষ হয় নেপালের ইনিংস। তিনটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাডেজা।