এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মার। টস জেতার পর রোহিত জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি বুঝেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ম্যাচে দুই স্পিনার হাতিয়ার রোহিতের। দলে জাডেজার সঙ্গী কুলদীপ যাদব। চোট সারিয়ে দলে ফিরেছেন বুমরা এবং শ্রেয়স। তৃতীয় সিমার হিসাবে খেলছেন শার্দুল ঠাকুর।
পিচ রিপোর্ট বলছে, বেশ কিছু জায়গায় স্পট রয়েছে। যা স্পিনারদের সুবিধা করতে পারে। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা এই পিচ থেকে ফায়দা তুলতে পারেন।
পাক অধিনায়ক বাবর আজমও জানিয়েছেন, তিনিও চেয়েছিলেন টস জিতে ব্যাট করতে। কারণ, বৃষ্টির জেরে এই ম্যাচ বার বার থমকে যেতে পারে। পাশাপাশি শ্রীলঙ্কার মাঠে গত ছয় মাসে অনেক ক্রিকেট খেলছে পাকিস্তান। তাই এই মাঠে তাড়া করা বেশ সমস্যা।