ইন্দোরে ফের বাদ সাধল বৃষ্টি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে হেরে ব্যাট করতে নেমেছিল ভারত। ৯ ওভারে হঠাৎ ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। ৯.৫ বলে ভারতের রান ১ উইকেটে ৭৯।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক স্টিভ স্মিথ। মোহালিতেও বৃষ্টিতে থেমে যায় ম্যাচ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় খেলা। ভারতীয় সময় ২টো ১৫ মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। প্রায় আধঘণ্টা পর বৃষ্টি থামে। গোটা মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়।
মোহালিতে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় ভারতের। বৃষ্টি থামলে কতক্ষণ পরে খেলা শুরু করা যাবে, তা সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি ও আম্পায়াররা।