১৬ মাস পর ভারতীয় ক্রিকেটে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। সোমবার ঘোষণা করা হল টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক রোহিত শর্মার ডেপুটি হার্দিক পান্ডিয়া। অধিনায়কের অনুরোধ মতোই দলে বিরাট কোহলি। ১৫ জনের দলে তরুণ যশস্বীর সঙ্গে অভিজ্ঞ যশপ্রীত বুমরা।
এদিন আমেদাবাদে দল ঠিক করতে বৈঠকে বসেছিলেন বোর্ড সচিব জয় শাহ এবং প্রধান নির্বাচন অজিত আগরকর। যা দল তাতে, ওপেনার রোহিত-যশস্বী। তিন নম্বরে ফিরছেন বিরাট। প্রথম উইকেট-কিপার ঋষভ, দ্বিতীয় উইকেট-কিপার সঞ্জু স্যামসন।
২ জুন থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ জনের ভারতীয় দল থেকে উল্লেখযোগ্য বাদ লোকেশ রাহুল। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
এক নজরে ভারতীয় দল : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহাল, আরশদীপ সিংহ, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।