রবিবার মুখোমুখি ভারত এবং নিউজিল্যান্ড। তবে, ইতিমধ্যেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছে ভারত। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে নিউজিল্যান্ডও। ফলে রবিবাসরীয় দুপুরে দুবাইয়ের গ্রুপ এ-র শেষ ম্যাচটি হতে চলেছে 'এ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচে নাকি পাওয়া যাবে না অধিনায়ক রোহিত শর্মাকে। রোহিতের বদলে নাকি ভারতকে নেতৃত্ব দিতে পারেন দলের বর্তমান সহ-অধিনায়ক শুভমান গিল। এমনটাই দাবি করেছে এক সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম।
পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন রোহিত শর্মা। ফলে, দল ফিল্ডিং করার সময় বেশ কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন তিনি। যদিও পরে ব্যাটিং করতে নামেন হিটম্যান। জানা গিয়েছে, রোহিতের চোট গুরুতর নয়। অন্যদিকে, সেমিফাইনালের টিকিটও নিশ্চিত হয়ে গিয়েছে, সেই কারণেই হয়ত আগামী ম্যাচে রোহিতকে মাঠে নামিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই কিউয়িদের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে প্রথমবারের জন্য নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে শুভমানকে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য রয়েছে টিম ইন্ডিয়া। একদিকে শুভমান গিলের দুর্দান্ত পারফরম্যান্স অন্যদিকে বিরাট কোহলি, রোহিত শর্মাও ভাল ফর্মে রয়েছেন। বোলিং আক্রমণও রয়েছে নজরকাড়া। ফলে, গিলের নেতৃত্বেও দল ভাল ফল করবে বলেই আশাবাদী ক্রিকেট বিশেষজ্ঞরা।
কিন্তু রোহিত শর্মা না খেললে সেক্ষেত্রে রোহিতের জায়গায় ওপেনার কে হবেন তা নিয়ে একটা সংশয় দেখা যেতে পারে। এক্ষেত্রে শোনা যাচ্ছে, লোকেশ রাহুলকে নাকি এগিয়ে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ লোকেশ রাহুলের টপ অর্ডারে ব্যাট করার বিস্তর অভিজ্ঞতা রয়েছে। মিডল অর্ডারে খেলানো হতে পারে ঋষভ পন্থকে।
অন্যদিকে, বদল হতে পারে টিম ইন্ডিয়ার বোলিং স্কোয়াডে। ভারতীয় দল নাকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচ থেকে সরিয়ে রাখতে পারে মহম্মদ শামি এবং কুলদীপ যাদবকেও। সেক্ষেত্রে শামির বদলে মাঠে নামতে পারেন আর্শদীপ সিং এবং কুলদীপের জায়গায় মাঠে নামানো হতে পারে বরুণ চক্রবর্তীকে।
রোহিত শর্মা না খেললে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ?
শুভমন গিল (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব অথবা বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, মহম্মদ শামি অথবা আর্শদীপ সিং।