অ্য়াডিলেডে গোলাপি বলের টেস্টে হার ভারতের। সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। অজি পেস আক্রমণের সামনে হার মানতে হয়েছে ভারতের ব্যাটিং লাইন আপকে। এরই মধ্যে অ্যাডিলেডে অনুশীলন সেরে নিল টিম ইন্ডিয়া। ১৪ ডিসেম্বর ব্রিসবেনে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত। নজির গড়তে পারেন পাঁচ ভারতীয় ক্রিকেটার। তালিকায় আছেন ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল। বোলারদের মধ্যে জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজও নজির গড়তে পারেন।
তৃতীয় টেস্টে ৩০০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেন ঋষভ পন্থ। শনিবার থেকে শুরু ব্রিসবেনে লাল বলের ক্রিকেটের লড়াই। ২২০ রান দরকার ঋষভ পন্থের। ৪০ টেস্টে তাঁর সংগ্রহ ২৭৮০ রান। ৬টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি হয়ে গিয়েছে উইকেট কিপার ব্যাটসম্যানের। অস্ট্রেলিয়ার মাটিতেই ১৬ ইনিংসে ৭১১ রান করেন পন্থ। বর্ডার-গাভাসকর ট্রফিতে সবথেকে বেশি রান আছে রোহিত শর্মার। তাঁর ৭১৭ রান আছে। ব্রিসবেনেই সেই রান পেরিয়ে যেতে পারেন তিনি। ১৪১ রান করলে ২০০০ রান পূর্ণ হয়ে যাবে শুভমান গিলের। ৩০ টেস্টে ১৮৫৯ রান করেছেন তিনি। ৫টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি আছে গিলের। ৮টি ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে ৩১৮ রান আছে গিলের। ইতিমধ্যেই হেড কোচ গৌতম গম্ভীরকে ছাপিয়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। ব্রিসবেনে সেঞ্চুরি করলে অস্ট্রেলিয়ার মাটিতে সব থেকে কম ইনিংসে জোড়া সেঞ্চুরির নজির গড়বেন যশস্বী। টেস্ট কেরিয়ারে ৪টি সেঞ্চুরি ও ৮টি হাফসেঞ্চুরি আছে তাঁর।
মাইলফলকের সামনে দাঁড়িয়ে যশপ্রীত বুমরা। ১৫টি উইকেট নিলেই ২০০ উইকেট হবে তাঁর। মহম্মদ শামির সঙ্গে একই স্থানে রয়েছেন বুমরা। ব্রিসবেনে কপিল দেবকে ছাপিয়ে যেতে পারেন বুমরা। বর্তমানে ৪২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ১৮৫। অস্ট্রেলিয়ায় ১৮ ইনিংসে ৪৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে একশো উইকেটের খুব কাছেই আছেন মহম্মদ সিরাজও। ১১ উইকেট নিলেই সেই মাইলফলক স্পর্শ করবেন ভারতীয় পেসার। ৩৩টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৮৯। তিনবার ৫ উইকেট বা তার বেশি উইকেট নেওয়ার রেকর্ড আছে। অস্ট্রেলিয়ার মাটিতে ২৮ উইকেট আছে সিরাজের। অ্য়াডিলেডে রবি শাস্ত্রীকে ছাপিয়ে গিয়েছেন তিনি।