বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি করলেন যশস্বী। আর যশস্বীর ডাবল সেঞ্চুরিতে ভর করে ভারত ৩৯৬ রানে শেষ করল প্রথম ইনিংস। ৩টি করে উইকেট তুলে নিয়েছেন ইংল্যান্ডের তিন বোলার জেমস অ্যান্ডারসন, শোয়েব বাসির ও রেহান আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে বড় পার্টনারশিপ তৈরি করতে পারেনি ইংল্যান্ডও। ওপেনার জাক ক্রলে ৭৬ রান করে ফিরেছেন অক্ষর প্যাটেলের ডেলিভারিতে। আরেক ওপেনার বেন ডাকেট ২১ রান করে ফেরেন কুলদীপ যাদবের ডেলিভারিতে। অলি পোপকে বোল্ড করেন বুমরা। তাঁর ডেলিভারিতে ৫ রানে ফেরেন জো রুটও। চা বিরতি পর্যন্ত ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১৫৫।