Ind Vs NZ 2024 : ফুলটস বুঝতে পারছেন না কোহলি, টেস্ট খেলতে নেমে এ কী হল ভারতের ?

Updated : Oct 25, 2024 15:24
|
Editorji News Desk

এ বাবা, টেস্ট ম্যাচ খেলতে ভুলে গিয়েছে ভারত !

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পারফরম্যান্স দেখার পর বিস্ময় প্রকাশ প্রাক্তনদের। নভেম্বরে বর্ডার-গাভাসকর ট্রফি। বহু বছর ডাউন আন্ডারে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। বাংলাদেশের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের সিরিজকে অনেকেই প্রস্তুতি হিসাবে মনে করেছিলেন। কিন্তু দাক্ষিণাত্য থেকে মারাঠওয়ারা, ভূমি বদলে গেলেও ভারতীয় ব্যাটারদের কোনও পরিবর্তন হল না। 

প্রথম টেস্টে বেঙ্গালুরুর ভিজে পিচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬ রানে অলআউট হয়েছিল টিম ইন্ডিয়া। অধিনায়ক যুক্তি দিয়েছিলেন, অফিসে একদিন সবার খারাপ যায়। তাই এই নিয়ে মাথা ঘামানোর এতকিছু নেই। কিন্তু পুণের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কী যুক্তি সাজাবেন গৌতম গম্ভীর, রোহিত শর্মারা ? আগ্রহ রয়েছে ক্রিকেট মহলের। 

কারণ, অধিনায়ক নিজে শূন্য রানে ফিরেছেন। বিরাট কোহলি আউট হয়েছে ফুলটস বলে বিট হয়ে। বিরাটের আউট দেখে নেটিজেনরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, এ তো দানার থেকেও বড় বিপর্যয়। কী হল বিরাটের ? ঘরের মাঠে স্যাটনারের বল তিনি রিড করতে পারছেন না। তাহলে পার্থ, গাব্বায় লায়নকে কী ভাবে সামলাবেন। 

পুণের এই ব্যটিং ব্যর্থতার পর নিন্দুকরা ফের বলতে শুরু করেছেন, এ সবই হল সাদা বলের প্রভাব। আইপিএলের দৌলতে বিদেশিদের কাছে উপমহাদেশের পিচ আজ অজানা নয়। তাই স্পিনিং ট্র্যাকে ভারতকে কাঁপিয়ে দিয়ে গেলেন কিউই মিচেল স্যাটনার। কেরিয়ার বেস্ট সাত উইকেট এই ম্যাচেই। দুভার্গ্য ওয়াশিংটন সুন্দরের। তাঁর সাত উইকেট নেওয়ার মযার্দা রাখতে পারলেন না শুভমন গিল, সরফরাজ খান, ঋষভ পন্থরা। 

পুণের এই বাইশ গজে স্পিন ছিল। কোনও জুজু ছিল কী ? সেখানেও ভারতীয় ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ দেখে বেশ অবাক সুনীল গাভাসকর। রোহিতদের মনে করিয়ে দিলেন আসন্ন অস্ট্রেলিয়া সফরের কথা। যেখানে এবার শুনতে হবে চিন মিউজিকও। প্রশ্ন তুললেন, লাল বলের ক্রিকেটে নিউজিল্যান্ড কী সত্যিই ভারতের গাঁট হয়ে যাচ্ছে ? প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত হেরেছে কিউইদের বিরুদ্ধে। নিউজিল্যান্ডে গিয়েও টেস্ট সিরিজ হেরেছিল ভারত। আর এবার ভারতে এসেও রোহিতদের চাপে ফেলে দিয়েছেন টম লাথামরা। 

বেঙ্গালুরুতে ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ভারতকে ১৫৬ রানে অলআউট করে দিয়ে পুণেও কার্যত তাদেরই কব্জায়। ৫৩ রানে সাত উইকেট নিলেন আইপিএলে ধোনির চেন্নাইয়ের হয়ে খেলা স্যাটনার। ভারতের বোর্ডে ৩৮ একমাত্র রবীন্দ্র জাডেজা। 

ind vs nz

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও