প্রথম ম্যাচে হারলেও, পরের ম্যাচ থেকেই দাপট দেখাচ্ছে শুভমনের ভারত। বুধবারের ম্যাচে আরও একবার জিম্বাবোয়েকে ঝোড়ো ইনিংসে কার্যত উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৩ রানে জয় এল ভারতের ঝুলিতে। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। রান এল অধিনায়ক শুভমন গিলের ব্যাট থেকেও।
এদিন ম্যাচের আগেই টস জেতেন ভারতের তরুণ অধিনায়ক শুভমন গিল। তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন গিল। ৬৬ রান করেন গিল। ঋতুরাজের ব্যাট থেকে আসে ৪৯ রান। প্রথমে ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে জিম্বাবোয়েকে ১৮২ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়া।
১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে সেরকম ভাবে নজর কাড়তে পারেনি রাজার দল। দ্বিতীয় ওভারের মধ্যেই প্রথম উইকেট হারায় জিম্বাবোয়ে। প্রথম সাত ওভারের মধ্যেই পরপর ৫টি উইকেট চলে যায়। শেষ পর্যন্ত ২৩ রানে ম্যাচ জেতে ভারত।