মেয়েদের এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরেছে ভারত । কিন্তু সেই হতাশা, যন্ত্রণায় কিছুটা হলেও প্রলেপ লাগালেন মেন ইন ব্লু । একটা ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত । ১৬২ রানের টার্গেট থাকলেও, বৃষ্টি কারণে তা কমে দাঁড়ায় ৭৮-তে । যদিও এই রান ৮ ওভারে তুলতে হত ভারতকে । কিন্তু, ৯ বল বাকি থাকতেই সূর্যকুমার, জয়সওয়াল ও হার্দিকদের ব্যাটিং দাপটে সহজেই জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া । কোচ গম্ভীরের এটাই প্রথম সিরিজ জয় ।
বৃষ্টির কারণে দেরিতে শুরু হয় খেলা । প্রথমে টসে জিতে ভারত বোলিংয়ের সিদ্ধান্ত নেয় । শুরুটা প্রথমে ভালই হয়েছিল শ্রীলঙ্কার । ১৪ ওভারের মধ্যে ২ টি উইকেট হারিয়ে শ্রীলঙ্কার স্কোর ছিল ১৩০ । কিন্তু, তারপর থেকে একের পর এক উইকেট পড়তে শুরু করে 'লঙ্কাবাহিনীর' । ভারতীয় বোলারদের দাপটে শেষ পাঁচ ওভারে মোট ৭টি উইকেট হারায় শ্রীলঙ্কা । তিনটি উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ রবি বিষ্ণোই । এছাড়া দু'টি করে উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া, অক্ষর পটেল, হর্ষদীপ সিং । ২০ ওভারে ৯ উইকেটে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ১৬১ ।
১৬২ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামে ভারত । কিন্তু, কয়েক বল খেলতে না খেলতেই বৃষ্টি শুরু হয়ে যায় আবার । বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে । বৃষ্টি থামলে খেলা শুরু হয় । তবে, ওভার কমিয়ে দেওয়া হয় । রানের লক্ষ্যমাত্রাও কমে যায় । ভারতের টার্গেট তখন ৮ ওভারে ৭৮ । ওপেনার হিসেবে মাঠে নামেন যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন । জয়সওয়ালের ব্যাটিং দাপট ছিল শুরু থেকেই । কিন্তু, শূন্য রানে আউট হয়ে যান স্যামসন । তখন ভারতের স্কোর ছিল ১২ । এরপর মাঠে নামেন সূর্যকুমার যাদব । যশস্বী ও সূর্যকুমারের জুটি দ্রুত রান তুলতে শুরু করে । কিন্তু, চার ওভারে ১২ বলে ২৬ রান করে আউট হয়ে যান টি২০ ক্যাপ্টেন । পরের ওভারেই সাজঘরে ফেরেন জয়সওয়ালও । ১৫ বলের ৩০ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি । শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন হার্দিক ও পন্থ । ৯ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক ও ভারতকে জয় এনে দেন ।