দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২-১-এ সিরিজ জিতল ভারত । বিরাট কোহলির আসনে এবার কে এল রাহুল । ২০১৮ সালে বিরাটের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের সিরিজ জিতেছিল ভারত । ৫ বছর পর আবারও এল জয় । এই নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ জিতেছেন রুতুরাজরা । শতরান করে ম্যাচের হিরো সঞ্জু স্যামসন । তবে, এই সিরিজের শেষে নতুন রেকর্ড গড়েছেন কে এল রাহুল । তিনিই একমাত্র ভারতীয় অধিনায়ক, যাঁর নেতৃত্বে ভারত ও দক্ষিণ আফ্রিকা...দুই দেশের মাটিতেই প্রোটিয়াদের বধ করেছে টিম ইন্ডিয়া ।
বৃহস্পতিবারের ম্যাচ ৭৮ রানে জেতে ভারত । এদিন প্রথমে টসে জিতে বোলিং নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম । প্রথম দিকে পরপর উইকেট পড়ে ভারতের । ১০১ রানে তিন উইকেট হারানোর পর ম্যাচের হাল ধরেন সঞ্জু স্যামসন ও তিলক বর্মা । ঝোড়ো ব্যাটিং করে প্রথম আন্তর্জাতিক শতরান করেন সঞ্জু । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১৪ বলে ১০৮ রান করেন তিনি । যদিও ভাল খেলেও শেষপর্যন্ত ৩০০ রানের গণ্ডি পার করতে পারেননি ভারতীয় ব্যাটাররা । দক্ষিণ আফ্রিকাকে তাঁরা ২৯৭ রানের টার্গেট দেন ।
ব্যাটিংয়ের পাশাপাশি এদিন বোলিংয়েও ঝড় তোলে ভারত । ৪ উইকেট নেন আরশদীপ । তাঁর আক্রমণে মিডল অর্ডার ভেঙে পড়ে প্রোটিয়াদের । দু'টি করে উইকেট নেন আবেশ খান এবং ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং অক্ষর পটেল । ২১৮ রানেই থেমে যায় প্রোটিয়াদের ইনিংস ।