স্বল্প দিনের টেস্ট কেরিয়ার। নিজের ৩৪ তম টেস্টেই ১৫০টি টেস্ট উইকেট নেওয়ার তালিকায় কপিল দেবকে টপকে গেলেন জশপ্রীত বুমরা। শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে এই ১১০ বছরের পুরানো রেকর্ডের তালিকায় নাম লেখালেন এই ভারতীয় পেসার।
বুমরাহ এখনও পর্যন্ত ৬৭৮১টি বল করে ১৫২টি উইকেট নিয়েছেন। বুমরাই ভারতীয় দের মধ্যে প্রথম যিনি সব থেকে কম বল করে এই রেকর্ড গড়েছেন।
আরও পড়ুন - তৃতীয় দিনের শুরুতেই ভারতের ব্যাটিং বিপর্যয়, আউট হলেন যশস্বী এবং রোহিত
এই তালিকায় দ্বিতীয় উমেশ যাদব। তাঁর বলের সংখ্যা ৭৬৬১টি বল। মহম্মদ শামি ৭৭৫৫টি বলে ১৫০ উইকেট নিয়েছেন। আর চতুর্থ স্থানে রয়েছেন কপিল দেব। তিনি মোট ৮৩৭৮টি বল করেছেন।