বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ভুল করে বসলেন বিরাট কোহলি। রিভিউ না নিয়েই ক্রিজ ছাড়লেন বিরাট। যা দেখে বিস্মিত অনুরাগীরা। হতাশ অধিনায়ক রোহিতও। হেসে ফেলেছিলেন আউটের সিদ্ধান্ত নেওয়া আম্পায়ার রিচার্ড কেটলবোরোও। বল ব্যাটে ছুঁয়ে বিরাটের প্যাডে লাগে। কোহলি বুঝতে না পেরে রিভিউ নেননি।
টিম ইন্ডিয়ার দুই উইকেট পতনের পরে বিরাট এবং শুভমান উপরেই দায়িত্ব পড়েছিল। এই দুই তারকার জুটি ভালই পার্ফরম করছিল। কিন্তু মাত্র ১৭ রানেই তাল কাটে। ভুল সিদ্ধান্তে ডাগ আউটে ফেরেন বিরাট। এই সিদ্ধাতে মাঠে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা শুভমনও কার্যত হতবাক হয়ে যান।
দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় দল ৩০৮ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় দিনে টিম ইন্ডিয়ার বোলাররা বাংলাদেশকে ১৪৯ রানে গুটিয়ে দেয়। এরপর ব্যাট করতে নামে ভারত। ৫ রান করে উইকেট হারান রোহিত শর্মা। দিনের শেষে ভারত ৩ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলেছে।