সামনেই ভারত-বাংলাদেশ সিরিজ। ভারতের মাটিতেই এই সিরিজ খেলা হবে। যদিও এখনও পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি বিসিসিআই। মনে করা হচ্ছে, এই সিরিজের জন্য বিসিসিআইয়ের পক্ষে ভারতের স্কোয়াড বাছার কাজ রীতিমতো চিন্তার হতে চলেছে।
টিম ইন্ডিয়ার পেস বিভাগ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিসিসিআই। কারণ এই সিরিজে যশপ্রীত বুমরা এবং মহম্মদ শামিকে পাওয়া যাবে না বলেই জানা গিয়েছে। তাহলে এই দুই পেসারের বদলে কারা ভারত-বাংলাদেশ সিরিজের স্কোয়াডে জায়গা পাবেন?
জোর গুঞ্জন, বুমরা ও শামির বদলে মাঠে দেখা যেতে পারে আকাশ দীপ ও মুকেশ কুমারকে। ইতিমধ্যেই বিদেশের মাটিতে দু'বার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছেন মুকেশ।
অন্যদিকে, চলতি বছরেই ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে অভিষেক হয়েছে আকাশ দীপের। কিন্তু এই দুই ক্রিকেটার আদৌ ডাক পাবেন কি না তা স্কোয়াড ঘোষণা করলেই জানা যাবে।