৪৫ দিন পর মাঠে নামবে টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ বাংলাদেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের পর ফের অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ২২ গজে মহারণ। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে একনম্বরে রয়েছে ভারত। এই সিরিজের সুবাদে দীর্ঘদিন পর বিরাট, রোহিতদের লাল বলের ক্রিকেটে দেখা যাবে। তবে, সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে প্রতিপক্ষ বাংলাদেশ। ফলে তাদের বিরুদ্ধে যথেষ্ট সজাগ হয়েই মাঠে নামছে টিম ইন্ডিয়া।
এই ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের কথায়, 'সব দলই ভারতকে ক্রিকেটে হারাতে চায়। কিন্তু প্রতিপক্ষকে কীভাবে হারাতে হবে আমরা সেই দিকে নজর দেব। আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামব। ওরা আমাদের নিয়ে কী ভাবছে তা আমরা ভাবব না।'
বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ২টি টেস্টে মাঠে নামছেন রোহিত শর্মারা। চিপকে এই ম্যাচ শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। টস হবে সকাল ৯ টায়। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে, স্পোর্টস-১৮ ও কালার্স সিনেপ্লেক্স চ্যানেলে। টেস্ট ম্যাচগুলির এদেশে লাইভ স্ট্রিমিংয়ের স্বত্ব রয়েছে জিও সিনেমার হাতে।