সাড়ে চার দিনের ম্যাচ। এক ডজন শতরান। যাঁর মধ্যে রয়েছেন ছয় বোলার। ১৫৯৯ রান। সঙ্গে ২৭ উইকেট। ভাবছেন এ কোন ম্যাচ ? এই ম্যাচই এখন সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্ব ক্রিকেটে। নাড়িয়ে দিয়েছে আপামর টেস্ট ক্রিকেটের দর্শককে। মুলতানে এই অবাক করা ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে লিড নিল ইংল্যান্ড। সেওয়াগের ৩০০ রানের ম্যাচে এই নজিরের পরেই প্রশ্ন উঠল, বাইশ গজের চরিত্র নিয়ে। প্রশ্ন উঠল আর কতটা পাটা উইকেট করবে পাকিস্তান ?
দীর্ঘ সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ইংল্যান্ড। অলি পোপের নেতৃত্বে এই সিরিজ খেলছেন ইংরেজরা। প্রথম ইনিংসে অধিনায়ক শন মাসুদ-সহ পাকিস্তানের তিন ব্যাটারের শতরান ছিল। স্কোর বোর্ডে ছিল ৫০০ রান। তার পরেও সাড়ে চারদিন টেস্ট ম্যাচ গুটিয়ে দিল ইংল্যান্ড। যে পিচে পাক বোলারদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, সেই পিচেই পাক ব্যাটাররা কাবু হয়েছেন ইংরেজ স্পিনার জ্যাক লিচের ঘূর্ণির কাছে।
আর এখানেই উঠছে প্রশ্ন। পাকিস্তান ম্যাচ হারতেই প্রাক্তনরা অভিযোগ করেছেন, তাহলে এমন পিচ বানিয়ে লাভ কী, সেখানে নিজেদের ব্যাটারই স্পিন খেলতে পারেন না। বোলারদের হাঁপিয়ে উঠে হাসপাতালে ভর্তি হতে হয়। পাকিস্তানে ৫০০ রানের জবাবে একবারই ব্যাট করে এই ম্যাচে ৮২৩ রান করেছিল ইংল্যান্ড। তাও তাঁরা অলআউট হননি।
আর ইংরেজদের বল করতে গিয়েই শতরান করেন ছয় পাক বোলার। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি ১৭৪ রান দিয়েছেন আবরার আহমেদ। যিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় ইংনিসে ব্যাটও করতে পারেননি। পাক বোলারদের দুরমুষ করে এই ম্যাচে মুলতানে মাঠে বীরেন্দ্র সেওয়াগের ইনিংসকে ছাপিয়ে গেলে ইংল্যান্ডের হ্যারি ব্রুকস। তিনি আউট হলেন ৩১৭ রানে।
ইনিংস ও ৪৭ রানে পাকিস্তানে হারিয়ে উপমহাদেশের মাটিতে সিরিজ শুরু করল ইংল্যান্ড। এই ম্যাচ জেতার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ থেকে ১২ পয়েন্ট পেল ইংল্যান্ড।