IPL 2022 Eden : বৃষ্টি মাথায় নিয়ে প্লে-অফের জন্য় তৈরি ইডেন, কিং কোহলির ব্যাটের দিকে তাকিয়ে কলকাতা

Updated : May 22, 2022 08:51
|
Editorji News Desk

কালবৈশাখী, ঝড়-জল মাথায় নিয়ে ইডেন তৈরি হচ্ছে আইপিএলে প্লে-অফের জন্য। মঙ্গল ও বুধবার প্লে-অফের দুটি ম্যাচ খেলা হবে কলকাতায়। কিন্তু সমস্যা হল এই দু দিনই বিকেলে ঝড়-জলের পূর্বাভাস আছে হাওয়া অফিসের খাতায়। ম্যাচ যদি না হয়, তাহলে কী হবে ? আইপিএলের নিয়ম অনুয়াযী সন্ধ্য়া সাড়ে সাতটা ম্যাচ শুরু হয়। ফলে ওই সময় থেকে ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই সময়ের মধ্য়ে আবহাওয়া ঠিক হলে, এবং সময়কে মাথায় রেখে কমপক্ষে পাঁচ ওভারের ম্যাচ খেলাতে হবে। যদিও তা-ও সম্ভব না হয়, তা-হলে পয়েন্টের নিরিখে ফাইনালে যাবে দল। এক্ষেত্রে প্রথম ম্যাচ গুজরাত এবং রাজস্থানের। এই পরিস্থিতি যদি প্রথম ম্যাচে হয়, তা-হলে গুজরাত ফাইনালে উঠবে। আর রাজস্থানকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত। এলিমিনেটরের ক্ষেত্রেও একই নিয়ম। এই অবস্থায় আজ কলকাতায় আসছেন কিং কোহলি। কেকেআর নেই, কলকাতা তাকিয়ে বিরাট ব্যাটের দিকেই। 

এদিকে, শনিবারের কালবৈশাখীতে ইডেনের একাংশের সামান্য ক্ষতি হয়েছে বলেই জানা গিয়েছে। ভেঙে গিয়েছে প্রেসবক্সের কাঁচ। তবে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার আশ্বাস, বিপর্যয় সামলে ম্যাচ করবে কলকাতা। এমনকী দর্শকটা যাতে নিশ্চিত ভাবে বাড়ি ফিরতে পারেন, তাও মাথায় রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। যদিও মেট্রো রেল, ওই দিন রাতে বাড়তি ট্রেন চালাবে কীনা, তা এখনও চূড়ান্ত করেনি। 

সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের দাবি, কেকেআর নেই, কিন্তু ইডেনে টিকিটের চাহিদা তুঙ্গে। তাঁর মতে বাড়তি টিকিট ছাপানো সম্ভব হলে এই চাহিদা মোটামুটি ভাবে পূরণ হতে পারত।

 

Eden GardensCABkolkataIPL 15

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও