বাতিল হয়ে গেল ভারত ও ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটিতে ওই ম্যাচ হওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টির জন্য সঠিক সময়ে ম্যাচ শুরু করা যায়নি। পরে বাতিল ঘোষণা করা হয়। ভারতের পরবর্তী প্রস্তুতি ম্যাচ হবে ৩ অক্টোবর। ওইদিন তিরুবনন্তপুরমে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে ভারত।
বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। শনিবারও গুয়াহাটির স্টেডিয়ামে গিয়েছিলেন অসংখ্য দর্শক। কিন্তু অনেকেই বৃষ্টির কারণে ঢুকতে পারেননি।
Read More- বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টি, ইংল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং ভারতের
শিয়রে বিশ্বকাপ। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি পিছু ছাড়ছে না। গুয়াহাটিতেও বৃষ্টির কবলে প্রস্তুতি ম্যাচ আদৌ হবে কিনা, তা নিয়েই সন্দেহ ছিল আগেই। সেইমতো বৃষ্টিতে পন্ড হয়ে গেল ভারত-ইংল্যান্ড।