চার বছরের অপেক্ষার অবসান। বৃহস্পতিবার থেকেই শুরু হতে চলেছে ক্রিকেটের বিশ্বযুদ্ধ (ICC World Cup 2023)। এর আগে বুধবার 'ক্যাপ্টেন্স মিটে' পৌঁছে ১০ দলের অধিনায়কই জানালেন বিশ্বকাঁপাতে তৈরি তাঁরা সকলেই।
কী বললেন ভারত-পাকিস্তানের অধিনায়ক?
ঘরের মাঠে ম্যাচ রয়েছে ভারতের। পিচ নখদর্পণে রয়েছে ভারতের। কিন্তু সেই বিষয় যে অ্যাডভান্টেজ একথা ভাবতে নারাজ ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি সাফ জানিয়েছেন, 'হোম অ্যাডভান্টেজ নিয়ে বিশেষ কোনও ভাবনা নেই। শেষ তিনটি বিশ্বকাপ আয়োজক দেশ জিতেছে একথা ঠিক। কিন্তু দল প্রস্তুত। ফলে নিজেদের সেরাটা বিশ্বকাপে নিংড়ে দিতে প্রস্তুত মেন ইন ব্লু।'
আরও পড়ুন - বিশ্বকাপের আগে ধর্মশালায় খালিস্তানি তৎপরতা, দেওয়ালে গ্রাফিটি, স্লোগান
অন্যদিকে, 'বোলিংয়ের উপর ভরসা করে প্রস্তুত পাক দল। অধিনায়ক বাবর জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে পাক দল। কিন্তু তার আগেও ম্যাচ রয়েছে। পাকিস্তানের সমর্থকরা আসতে পারলে ভাল লাগবে।'