মেয়েদের ক্রিকেট বিশ্বকাপে (ICC Women's World Cup) সোমবার ভারতের (India) সামনে ইংল্যান্ড (England)। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৫ রানে হারিয়ে চনমনে মিতালী রাজের দল। বিশ্বকাপে ৪০ উইকেট নিয়ে নতুন চূড়ায় উঠছেন বাংলার পেসার ঝুলন গোস্বামী। আর ব্যাট হাতে ফর্মে ফিরছেন হরমনপ্রীত এবং স্মৃতি মান্ধানা।
তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পরেই ভারত। তুলনায় তালিকার অনেকটাই নীচে ইংল্যান্ড। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়। তারপরের ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে হার। এরপর ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বড় জয়। এখনও পর্যন্ত এই বিশ্বকাপে মিতালীদের পারফরম্যান্স বেশ মিশ্র।
আরও পড়ুন : পাঁচ উইকেট নিয়ে নায়ক সেই বুমরা, বেঙ্গালুরুতে পিঙ্ক টেস্টে ভারতের লিড ১৪৩ রানের
স্মৃতি-হরমনপ্রীত ব্যাটে রান পেলেও অধিনায়কের অফ ফর্ম চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। এর পাশাপাশি এখনও ঠিক মতো ব্যাটে বলে লাগাতে পারেননি ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম বিস্ময় শেফালি ভার্মাও। তবুও, ইংল্যান্ডকে হারাতে মরিয়া মিতালী রাজের ভারত।