ফের পরিবর্তন হতে পারে বিশ্বকাপের সূচিতে। কালীপুজোর দিনেই ইডেনে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। ফলে নিরাপত্তার সমস্যা দেখা দিতে পারে। আর সেকারণেই ম্যাচের দিন পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
আগামী ১২ নভেম্বর পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচ রয়েছে। PTI এর খবর অনুযায়ী, ওই দিন ইডেনে ম্যাচের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে পারবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। আর সেকারণে দিন পরিবর্তনের আবেদন জানানো হবে। যদিও একটি বাংলা সংবাদমাধ্যমের তরফে খবর, এখনও সরকারি ভাবে কলকাতা পুলিশের তরফে কিছু জানানো হয়নি।
ওই সংবাদমাধ্য়মে দেওয়া সাক্ষাৎকারে সি এ বি প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা পুলিশ তাদের কিছু জানালে তারা বিষয়টি সরাসরি ICC কে জানিয়ে দেবে। এদিকে শনিবার ইডেন গার্ডেন্স পরিদর্শন করল ICC-র একটি প্রতিনিধি দল। এবং মাঠ দেখে তারা যথেষ্ট খুশি বলে জানিয়েছেন তাঁরা। তবে কয়েকটি বিষয়টি নিয়ে সমস্যার কথা বললেও সিএবি তা দ্রুত সেরে ফেলার আশ্বাস দিয়েছে।
Read More- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ : ই-টিকিটের ব্যবস্থা কি থাকবে? বোর্ড সচিব জয় শাহ জানালেন বিশদে
স্নেহাশিস জানিয়েছেন, ইডেনে নতুন স্কোরবোর্ড বসছে। শৌচালয় এবং কর্পোরেট বক্সও ঢেলে সাজানো হচ্ছে। পাশাপাশি দর্শকদের যাতে আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া যায় সেবিষয়েও ভাবনাচিন্তা চলছে।